সরকারি কলেজে ছাত্রনেতা জাকেরের উদ্যোগে বঙ্গবন্ধুর ১’শত দুর্লভ ছবি প্রদর্শনী

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১’শত জীবন ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী করা হয়েছে। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাষ্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ অপু’র উদ্যোগে এ চিত্র স্থিত প্রদর্শনী করা হয়। স্থির চিত্র উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ সাইফউদ্দিন আহমদ। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিনা আক্তার নিপা, আব্দুল মুকিম শাওন, সৈয়দ মুজাক্কির আলী, এবিএম মুরাদ, বিশ্বজিৎ সূত্রধর, ইমামুল ইসলাম, সাব্বির আহমদ, ও রনি আহমদ প্রমুখ। এসময় জাকের আহমদ অপু বলেন, তরুণ ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে সৎ, যোগ্য ও মেধাবী ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করে যাবেন এবং এই ছবি প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারবে।