পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করা এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলিপ ঘোষ। এছাড়া তিনি বলেছেন, সরকার দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
রবিবার চব্বিশ পরগনার এক সমাবেশে দেওয়া ভাষণে দিলিপ ঘোষ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতাকারীরা বাঙালিবিরোধী ও ভারতের ধারণার বিরুদ্ধে।
তিনি আরও বলেন, এই রাজ্যে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দেয়া দুই রুপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। এসময় দিলিপ ঘোষ ঘোষণা দেন, আমরা তাদের ফেরত পাঠাবো।
পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা ভাষণে আরও বলেন, এই অবৈধ বাংলাদেশি মুসলিমরাই রাজ্যে জ্বালাও-পোড়াওয়ে জড়িত।
এছাড়া দিলিপ ঘোষ বলেন, যারা সিএএ’র বিরোধিতা করছেন তারা হয় ভারতবিরোধী নয় বাঙালি বিরোধী। তারা ভারতের ধারণা বিরোধী, এ কারণেই তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার বিরোধিতা করছে।
গত বছরের ডিসেম্বরে ভারত সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে। এরপর থেকে দেশটির বিভিন্ন রাজ্যজুড়ে এর প্রতিবাদে বিক্ষোভের শুরু হয়। এনডিটিভি।