গ্রুপ পর্ব শেষে তৈরি হয়েছিল সম্ভাবনাটা। শেষ পর্যন্ত হলোও তা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফেই হাইভোল্টেজ ম্যাচ। যেখানে খোমুখি হবে শেষ দুই আসরের দুই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
২০২৩ সালের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ম্যানসিটি। অন্যদিকে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। নকআউট পর্বের প্লে-অফে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই শক্তিশালী দল। যা ফুটবলপ্রেমীদের জন্য এক মহারণ হয়ে উঠবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে এই দুই পরাশক্তিকে একে অপরের বিপক্ষে খেলার জন্য নির্ধারিত করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবার শুরুটা ভালো করতে পারেনি রিয়াল। শেষ দিকে ভালো করলেও শেষ পর্যন্ত অল্কপের থাকতে হয় সেরা আটের বাইরে। অন্যদিকে উল্টো অবস্থা সিটির। শুরুটা ভালো করলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলে। বাঁচা মরার শেষ ম্যাচেও এক পর্যায়ে পিছিয়ে পড়েছিল তারা। শেষ পর্যন্ত ঘরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে দলটি।
৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে লিগ পদ্ধতির প্রথম রাউন্ডে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। বাকি আট দল নির্ধারণে প্লে–অফ খেলবে লিগ পর্বে ৯ থেকে ২৪তম হওয়া ১৬টি দল।
নিয়মানুযায়ী ড্রর আগেই চূড়ান্ত হয়ে যায়, ৯ ও ১০ নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। এভাবে ১১/১২ খেলবে ২১/২২, ১৩/১৪ খেলবে ১৯/২০ ও ১৫/১৬ খেলবে ১৭/১৮ নম্বর দলের বিপক্ষে। এমন নিয়মের কারণেই ২২তম হওয়া ম্যানচেস্টার সিটি জানত, প্লে-অফে তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল ও ১২তম বায়ার্নের যে কোনো একটি।
শেষ ষোলো প্লে–অফে কে কার মুখোমুখি
ব্রেস–পিএসজি
ক্লাব ব্রুগা–আতালান্তা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–বরুশিয়া ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা