বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর-সদুরগাঁও গ্রামস্থ ক্যাম্পে এলাকার প্রায় ৪ হাজার ৬৫০ জন মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি’র সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় গত ৪-১৩ জানুয়ারি (১২ জানুয়ারী ব্যতিত) পর্যন্ত ৭৫৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক এলাকার মানুষকে চক্ষু, দন্ত, সার্জিক্যাল অপারেশন এবং ঔষধ প্রদানসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।বিএনএনবি, মৌলভীবাজার ও সিলেট জেলার সম্মিলিত সামরিক হাসপাতালের সার্বিক সহযোগিতায় চক্ষু চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম, দন্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সিলেট মিলিটারি ডেন্টাল সেন্টার এবং চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সিভিল সার্জনগণ সার্বিক ও যথোপযুক্ত সহযোগিতা করেন।বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল ওমর রাশেদ মনিরের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে ১৩ জন রোগীকে মাইনর অপারেশন, ৭ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা (চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা, ছানির কারণে অন্ধ রোগীদের অপারেশন), ২২৯ জন রোগীকে দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রত্যেক রোগীকে যথাসম্ভব বিনামূল্যে পূর্ণ কোর্স ঔষধ প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা ক্যাম্প পরিচালনার সময় এলাকার স্কুল-মাদ্রাসাগামী শতাধিক শিক্ষার্থীকে দন্তরোগ প্রতিরোধে প্রেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে উপহার হিসেবে টুথপেস্ট ও টুথব্রাশ এবং স্থানীয় প্রায় দেড় শতাধিক অসহায়-দরিদ্র শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।সাংবাদিকদেরকে কর্ণেল ওমর রাশেদ মনির বলেন, বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা পেয়ে এলাকার মানুষ যাতে উপকৃত হন সে লক্ষ্যে আমরা ওই কার্যক্রম বাস্তবায়ন করেছি।