ঘন কুয়াশায় শাহজালালে বিমান চলাচল বন্ধ

ঘন কুয়াশায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। নামেনি বিদেশ থেকে আসা কোনো বিমান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে ভোর থেকে ভিজিবিলিটি শূন্য হওয়ায় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। ঢাকায় নামতে না পেরে ভোর থেকে এ পর্যন্ত পাঁচটি মান্ডালা, কলকাতায় নামানো হয়েছে।

জানা গেছে, ভোর পাঁচটা থেকে ভিজিবিলিটি একেবারে জিরো। এ অবস্থায় ওঠা-নামা করতে পারে না বিমান।

বিমানের কর্মকর্তারা জানান, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠা-নামা করে। সাধারণত ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা তিন হাজার মিটার বা তার নিচে নামলেই আবহাওয়া অধিদপ্তর এভিয়েশন ওয়ার্নিং দেয়, সেটি দুই হাজার বা তার নিচে আসলে তখন বিমান নামতেও পারে না।

কর্মকর্তারা জানান, কুয়াশা কাটলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আগের শিডিউল অনুযায়ী চলবে।