স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, শীতে যেন কোন অসহায় সাধারণ মানুষ কষ্ট না পায় তা লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের সকলের। মানবিকতা থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সকলকেই এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কণ্যাণ সমিতি বগুড়া জেলা শাখার আয়োজনে সোমবার সকালে শহরের জলেশ্বরীতলা সমিতির নিজ কার্যালয়ে সমিতির দুস্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। সমিতির জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সমিতির নেয়া উদ্যোগকে জেলা প্রশাসক সাধুবাদ জানিয়ে যেকোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী এবং সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সমিতির সাবেক সা: সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স.আ.হক কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্লাহ্, অধ্যাপক ড: ফজলুল হক, অধ্যাপক সাবিহা সুলতানা, সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে আজিজুর রহমান, ছমির উদ্দিন, আব্দুস সামাদ, আবুল খায়ের মন্ডল, আকতার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কণ্যাণ সমিতির প্রায় ২ শতাধিক দুস্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল বিতরণ করা হয়।