চাটমোহর (পাবনা) প্রতিনিধি
ওমান থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পরে চেতনা হারিয়ে সর্বস্ব খোয়ালেন পাবনার চাটমোহরের হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামের নুর আলী (৫০)। তিনি উক্ত গ্রামের আসাদ আলী মন্ডলের ছেলে। শুক্রবার (৩১ জানুয়ারী) এ ঘটনা ঘটেছে। একই সময়ে সৌদী প্রবাসী আব্দুস সাত্তার লোকমান পাটোয়ারী নামক অপর এক ব্যক্তিও তার সর্বস্ব হারিয়েছেন। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। নাম ব্যতীত আব্দুস সাত্তার লোকমান পাটোয়ারীর পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকার মিরপুর-১ এলাকায় রাস্তার পাশে পরে থাকতে দেখা যায়। তাদের একজন নুর আলী। অপরজন আব্দুস সাত্তার লোকমান পাটোয়ারী। নুর আলীর কাছে থাকা কাগজ পত্র দেখে জানা যায় তিনি ওমানের মাসকাট থেকে এউএস বাংলার বিএস-০৩২২ নম্বর ফ্লাইটে ৩১ জানুয়ারী ঢাকায় নামেন। আব্দুস সাত্তার লোকমান পাটোয়ারীর কাছে সৌদি আরবের রেসিডেন্স আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে।
ছড়িয়ে পরা ভিডিও থেকে ধারণা পাওয়া যায়, বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে চড়েছিলেন তারা। জুম্মার নামাজের সময় কে বা কারা তাদের অজ্ঞান করে তাদের সর্বস্ব হস্তগত করে বাস থেকে রাস্তার পাশে নামিয়ে রেখে পালিয়ে যান। এলাকাবাসী তাদের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে বিষয়টি চাটমোহরের অনেকের নজরে আসে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীও ভিডিওটি শেয়ার করেন।
স্থানীয়রা তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। নুর আলীর প্রতিবেশি ভাতিজা রাকিব হাসান রোশানসহ স্বজনরা জানতে পেরে ছুটে যান হাসপাতালে। রাকিব হাসান রোশান জানান, তারা সোহরাওয়ার্দী হাসপাতালের ৬৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আব্দুস সাত্তার লোকমান পাটোয়ারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
