কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সিধলী বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পরিবেশ অধিদফতর। পরে রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. সোহেল রানা ওই ব্যবসায়ীকে একমাসের বিনাশ্রম কারাদন্ডসহ জব্দকৃত পলিথিন ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী উপজেলার কৈলাটি ইউনিয়নের চাঁনকোনা গ্রামের সুবেদ আলীর ছেলে সুজন মিয়া।
জানা যায়, নেত্রকোনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল রোববার সন্ধ্যায় উপজেলার সিধলী বাজারে অভিযান পরিচালনা করে ২৭ কেজি পলিথিনসহ সুজন মিয়া নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে।
পরে সুজন মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার নিকট সোর্পদ করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুজন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আর জব্দকৃত পলিথিন আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।