সুজানগরে মুজিববর্ষ উদযাপনে আনান্দ শোভাযাত্রা

পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপনে আনান্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়। “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা- আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। এসময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদুজ্জামান মানিক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর আওয়াামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন,উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা , সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন প্রমুখ। বক্তারা মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর আলোকপাত করেন। আলোচনা সভা শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় হুইলচেয়ার, সেলাই মেশিন,ঢেউটিন,ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন।