প্রান্ত সাহা বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় র্যালি, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। এসময় র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, ইদ্রিস আলী তালুকদার, ইসলাম উদ্দিন, কাজল দে সরকার, প্রবীর কুমার সরকার প্রদীপ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূইয়া, মো. মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা আব্দুল আজিজ, ফরিদ রানা, মাসুদ কবীর প্রমুখ। এ ছাড়াও মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারী বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার লোকজন ওই র্যালি অংশ গ্রহণ করেন।