বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নাটোর প্রতিনিধি: 

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বনপাড়াস্থ কালিকাপুর চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমুখ।

বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষবরণের ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও’র মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষার্থী, স্থানীয় সুধী সমাজ সহ সাধারন জনগন ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত মুজিববর্ষের ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।