সুজানগরে বঙ্গবন্ধুর স¦দেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে শুক্রবার বিকেলে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধুর স¦দেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের সরাসরি উপভোগ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রসাশনের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে মুজিব বর্ষের ক্ষণগণনার যন্ত্রের উদ্বোধন করেন আহমেদ ফিরোজ কবির এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ। সকালে বঙ্গবন্ধুর স¦দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পা অর্পন করেন, উপজেলা আওয়ামীলীগ, পৌর আ.লীগ, উপজেলা যুবলীগ,পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ। উল্লেখ্য ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্যস্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরণা। তার এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিল ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে’। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে লন্ডন-দিল্লি হয়ে মুক্ত-স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র শেখ মুজিবুর রহমান। সে থেকে প্রতি বছর কৃতজ্ঞ বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।