সাঁথিয়ায় মদ প্রাণে নিহত-২, আহত-১

সাঁথিয়া প্রতিনিধি ঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে অতিরিক্ত মদ প্রাণে দুই জন নিহত হয়েছে। অপর একজনকে পাবনা মেডিক্যালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হলো আনোয়ার হোসেন কাজল (৫০) ও সেলিম হোসেন (৩৩)।
এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ধুলাউড়ি বাজারে ধুলাউড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে আনোয়ার হোসেন কাজল, জাহের শেখের ছেলে সেলিম হোসেন (৩০) ও রাজ্জাকের ছেলে রেজাউল (৩৩) অতিরিক্ত মদ প্রাণ করে। মদ প্রাণে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে নিজ নিজ আত্মীয়রা বাড়িতে নিয়ে যায়। অসুস্থ অবস্থায় রাত ১১টার সময় নিজ বাড়িতে আনোয়ার হোসেন কাজল (৫০) মারা যায়। সেলিম (৩০) কে আশংকা জনক অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সে রাত ১ টার দিকে মারা যায়। গুরুত্বর অবস্থায় চা ব্যবসায়ী রেজাউলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী আরও জানান, মৃত ব্যক্তিরা প্রায়ই এলাকায় মদ প্রাণ করত।
এদিকে মৃত্যু ব্যক্তিরা হৃদযন্তের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছে বলে পুলিশের কাছে দাবি করেছেন বলে জানান সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
এবিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের চেষ্টা করছি। ময়না তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।