রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে শুনতি রানী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুনতি রানীর স্বামীর নাম আশা ঘোষ। তার বাড়ি গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন কুমার পলাতক রয়েছে। সুমনের চাচাতো ভাই রতন জানান, সুমন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন। সোমবার সকালে মায়ের কাছে টাকা চান সুমন। মা টাকা দিতে রাজি না হলে কথাকাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এর ফলে মা শুনতি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সুমনের মাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এবং সোমবার দিবাগত রাত সোয়া ১টা দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুনতি রানী মারা যান। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।