বিশেষ প্রতিনিধিঃ
তিন দিনব্যাপী আদর্শ গার্লস হাই স্কুল পাবনায় বার্ষিক
শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন, ছাত্রী সংবর্ধনা, বিদায়, দোয়া মাহফিল, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ এর সমাপনী দিনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উদযাপন অনুষ্ঠান শেষে বিদ্যালয় এর পক্ষ থেকে সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদকে এ সংবর্ধনা দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ১ টায় প্রধান শিক্ষকের কক্ষে “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ কে সম্মাননা স্মারক – কৃতজ্ঞতায় আদর্শ গার্লস হাই স্কুল, পাবনা” লেখা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে খালেদ’র হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান,
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ জুডো ফেডারেশনের নির্বাহী সদস্য এস মুস্তাকিম সবুজ, পাবনা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল ও সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান।