সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বীরগঞ্জ-কাহারোলে ২রা জানুয়ারী জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে র্যালি শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
উপজেলা সমাজ সেবা দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাচ্চী ও সরোয়ার মূর্শিদ আহাম্মদ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
আলোচনা সভার পূর্বে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।