সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার সুনামধন্য ধুলাউড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক আলতাব হোসেনের সার্বিক দিকনির্দেশনায় অতিথিরা ক্রিড়া উদ্বোধন করেন। দিন ব্যাপী ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। ক্রীড়া শিক্ষক শেখ শহিদুল্লাহ বাচ্চুর ক্রীড়া পরিচালনা, ছাত্রীদের বিভিন্ন কুচকাওয়াজ ও নাচ, অভিনয় দর্শকদের মনোকার্শন করে। পুরস্কার বিতরন সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জামায়াতে ইসলামীর উপজেলা আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা মোঃ মোখলেছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক৷ ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাহাদুর আলী, সাবেক সহ সভাপতি হযরত আলী, সাবেক যুবদল সভাপতি আয়ুব হোসেন মীর, সাবেক সম্পাদক আমিরুল ইসলাম, ওহেদুল ইসলাম, আঃ আলীম মোল্লা,মাও আঃ সালামসহ শিক্ষক, সাংবাদিক, নেতৃবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ ও শিক্ষার্থীর অভিভাবকেরা।
