বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪ শতাধিক অসহায়-গরীব শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় হতে বরাদ্ধকৃত শীতের কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
শীতের কম্বল বিতরণকালে তিনি বলেন, দেশের সকল শ্রেণী-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষেরা নিজেদের প্রাপ্য অধিকার পান এবং দেশও এগিয়ে যায় উন্নয়নের দিকে।
কম্বল বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব নেছার আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের সচিব নারায়ন দেব নাথ, পরিষদের সদস্য আবুল খয়ের, আজাদ আলী, ইছহাক আলী, নজরুল ইসলাম, নাছির মিয়া, শামীম আহমদ, জামাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা মিনা বেগম, আছারুন নেছা, রুসনা বেগম, রামপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক ছাদ নূর মাষ্টার, যুবলীগ নেতা মুছা মিয়া, শহিদ আলম, জাহানুর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ্, প্রচার সম্পাদক দুদু মিয়া প্রমুখ।