“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিয়ে বই উৎসব পালনের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিপুল দাস, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়নের ৯৭টি সরকারী, শিশু কল্যাণ ১টি, মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ১টি, আন-রেজিস্টার ২টি, এনজিও ৯টি, কিন্ডারগার্টেন ২২টি বিদ্যালয়ের, প্রাক-প্রাথমিকে ৭ হাজার ৪শ’ ২০ কপি, প্রথম শ্রেণি ১১হাজার ৭শ’ ৭৫কপি, দ্বিতীয় শ্রেণি ১২হাজার ১শ’ ৯৫কপি, তৃতীয় শ্রেণিতে ২৫হাজার ২শ’ ৩০কপি, চতুর্থ শ্রেণিতে ২৪হাজার ৯শ’ ৬কপি ও ৫ম শ্রেণিতে ২১হাজার ৮শ’ ১০কপি বই বিতরণ করা হয়েছে।