নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোণা):
নেত্রকোণার দুর্গাপুরে বিট্রিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মজলুম নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ২৯তম প্রয়াণ দিবস স্মরণে ৩১ডিসেম্বর-২০১৯ থেকে ৬জানুয়ারি-২০২০ পর্যন্ত শুরু হচ্ছে কমরেড মণি সিংহ মেলা।
মেলায় মণি সিংহের প্রতিকৃতীতে পুষ্পার্ঘ্য অর্পন, প্রদীপ প্রজ্জোলন, গণসঙ্গীত, দেশবরেন্য বৃদ্ধিজীবি ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা সহ ৭ দিনব্যাপি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ বাবু দুর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ এম এম আকাশ, ডাঃ দিবালোক সিংহ সহ জাতীয় ও স্থানীয় রাজনৈতিকবৃন্দ।