এমসিসি পাবনা শাখার শুভ উদ্বোধন

পাবনা প্রতিনিধি : নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে এমসিসি এর পাবনা শাখার শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে আর এম একাডেমী মিলনায়তনে প্রতিযোগীতামুলক পরীক্ষা, পুরুস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন আনুষ্টানিকতায় আনন্দঘন পরিবেশে মিরপুর ক্যাডেট কলেজ(এমসিসি) এর পাবনা শাখার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান।
জানাগেছে, বাংলাদেশের অন্যতম ক্যাডেট কলেজ ভতি কোচিং হলো মিরপুর ক্যাডেট কোচিং(এমসিসি)। ক্যাডেট কলেজে ভর্তি ক্ষেত্রে ব্যাপক সাফল্য রয়েছে এমসিসি’র। ঢাকার বাইরে এই প্রথম শাখা খোলা হল। ভর্তি ইচ্ছুকদের একটি প্রতিযোগীতা মুলক পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হয়। প্রথম স্থান অর্জনকারীকে ল্যাবটব, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ট্যাব, তৃতীয় স্থান অর্জনকারীকে টাচ মোবাইল, ১২ জনকে এক হাজার করে টাকা এবং অংশ গ্রহনকারী সকলকে সান্ত¦না পুরুষ্কার দেয়া হয়।
প্রফেসর মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন- মিরপুর ক্যাডেট কোচিং এর পরিচালক মো. আকমল হোসেন, পাবনা শাখার পরিচালক মনিমুল ইসলাম মুন্না, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম হুদা, সরকারি এডওয়ার্ড কলেজের প্রভাষক ফারজানা ইসলাম এ্যানি, প্রভাষক ড. মনসুর রহমান, প্রভাষক আবু ওয়াহিদ কল্লোল, প্রধান শিক্ষক আবুল বাশার, প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য. পাবনা শহরের হাসপাতাল রোডে ইছামতি ক্লিনিকের পাশে পাবনা শাখার অফিস খোলা হয়েছে।