সুন্দরগঞ্জে অর্গানিক এন্টিবায়োটিক নাতুরা-এক্স পরিচিতি সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাপান থেকে আমদানিকৃত পৌল্ট্রি, ফিশ ও ক্যাটল এর অর্গানিক এন্টিবায়োটিক “নাতুরা এক্স” এর প্রয়োগ, রোগ প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। হানা গ্রুপ ও বাংলাদেশ পল্লী এগ্রোর আয়োজনে শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে অর্গানিক এন্টিবায়োটিক “নাতুরা এক্স” পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পল্লী এগ্রোর জেলা ডিস্টিবিউটর সাদেকুল ইসলাম আকন্দ রুবেলের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মো. সোলেমান আলী, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলুর করিম, সুন্দরগঞ্জ ডি ডবিøউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, সম্মানিত অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন, “নাতুরা এক্স’’ এর আবিষ্কারক মি. নিশিদা তোজি (জাপানীজ), কেমিস্ট ও কোম্পানীর কোরিয়ান কনসালটেন্ট মি. জং ওন লি, হানা গ্রæপের এমডি হারুন অর রশিদ, কোম্পানী পরিচালক মি. জুয়েল মিয়া। অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন খামারী, সাংবাদিক, শিক্ষক, হানা গ্রæপের পরিবেষকগণ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞগণ “নাতুরা এক্স’’ এর প্রয়োগ, রোগ প্রতিকার, ব্যবহার বিধি ও প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করেন এবং খামারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।