তাহেরপুরের শিক্ষক এ্যাবলের জানাযায় সর্বস্তরের মানুষের ঢল

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকা পিষ্ট হয়ে নিহত বাগমারা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবনের ছোট ভাই বিনোদপুর ইসলামিয়া কলেজের শিক্ষক মো: সেরাজুল করিম (এ্যাবল) সরদারের জানাযা অনুষ্টিত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টা সময় বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পৌরসভার চাঁনখালি মথুরাপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। এসময় মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন,রাজশাহী পশ্চিম জেলা জামায়াতের আমীর আহাদ আলী কবিরাজ,জেলা সেক্রেটারি ডা: ওবাইদুল্লাহ, বিনোদপুর ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিক হোসাইন,জেলা জাতীয় পাটির নেতা আবু ইফসুফ সেলিম,পুঠিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আহম্মদুল্ল্যা, অনদের মধ্যে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু,তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমান,ভবানীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এরশাদ আলী,ভবানীগঞ্জ কারিগরিক কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া,দিপনগর কলেজের প্রভাষক শহিদুজামান মীর তপনসহ বিভিন্ন এলাকার শত শত সর্বস্তরের ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন। প্রসঙ্গত,বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার সময় পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাইপাড়া নামক স্থানে এক এমর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষক সেরাজুল করিম (এ্যাবল) নিহত হন। নিহত এ্যাবল তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলী সরদারের ৩য় ছেলে। তিনি রাজশাহীর বিনোদপুর অবস্থিত ইসলামিয়া কলেজে শিক্ষকতার পাশাপাশি তাহেরপুরের নিজ বাড়িতে কলেজ ছুটির দিনে হোমিও চিকিৎসা করতেন।