পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘জনতার মুখোমুখি আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎযাপনের পারম্ভে জনপ্রতিনিধি ও জনগণের দায়িত্ব-কর্তব্য প্রসঙ্গে ‘জনতার মুখোমুখি” হয়ে উপজেরা বিভিন্ন স্তরের মানুষের নান প্রশ্নের উত্তর দিয়েছেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত করনের লক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, দেবোত্তর ইউপি চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, অফিসার ইনচার্জ (তদন্ত) আসিফ হোসেনসহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী ও সাহশী আয়োজনের জন্য উপজেলার সাধারণ মানুষের মধ্যে ব্যপক আলোচনার ও আগামীতে আটঘরিয়া উপজেলা পরিষদের নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ হবে বলে বিশেজ্ঞ মহল মনে করছেন।