যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে ৩টি খাবার হোটেল ব্যাবসায়ীদেরকে ১ লক্ষ ১০ হাজার টাকা টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার আইন-২০০৯ এ ৪৩/৫১/৫৩ ধারায় তাদেরকে জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে বেনাপোল পৌর সভা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালিত হয়। বেনাপোল চেকপোস্ট ও বেনাপোল বাজারে ৪ টি হোটেলে অভিযান চালিয়ে ৩টি হোটেলে ১লাক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অভিযোগে বেনাপোল সৌরভ হোটেল কে ৫০ হাজার টাকা ও চেকপোস্টে শাপলা হোটেলে ৫০ হাজার টাকা এবং আরব চায়নিজ রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, যে সমস্থ খাবার হোটেলে অস্বাস্থ্য পরিবেশে খাবার বিক্রয় হয় ও কাগজপত্র সঠিক না থাকবে। সে সব হোটেলের উপর শার্শা উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।