মৌলভীবাজার স্টেডিয়ামে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতার শুভ উদ্বোধন

মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি-২০২০ (বালক ও বালিকা) প্রস্তুতিমূলক প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে আজ ২৪ ডিসেম্বর সকালে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে স্কুল কাবাডি প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন- জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। কাবাডি উপ-কমিটির আহবায়ক আজমল হোসেন এর সভাপতিত্বে ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও অলিলা গ্র“প এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জিল­ুর রহমান। খেলায় বিভিন্ন স্কুলের বালক-বালিকাদের মধ্যে ২০টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে সরকারি উচ্চ বিদ্যালয়, নতুন বাজার দ্বি-মুখী আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্রালয়সহ ৫টি স্কুলের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। খেলায় এ গ্র“পে অংশ গ্রহন করবে, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় বনাম আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ভাঁদ গাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়, দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয় বনাম আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় বনাম দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় বনাম দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় বনাম শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় বনাম ভাঁদ গাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়, ভাঁদ গাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় বনাম দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়। বি গ্র“পে অংশ গ্রহন করবে- সাধুহাটি এ বি উচ্চ বিদ্যালয় বনাম আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বনাম পদুনাপুর উচ্চ বিদ্যালয়, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সাধুহাটি এ বি উচ্চ বিদ্যালয় বনাম ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম পদুনাপুর উচ্চ বিদ্যালয়, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম সাধুহাটি এ বি উচ্চ বিদ্যালয়, পদুনাপুর উচ্চ বিদ্যালয় বনাম আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সাধুহাটি এ বি উচ্চ বিদ্যালয় বনাম পদুনাপুর উচ্চ বিদ্যালয়, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বনাম আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বনাম আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়। বালক-বালিকাদের মধ্যে ফাইনালে বিজয়ী দুটি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করবে। অনুষ্ঠানে এ সময় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন দলের সদস্যসহ অনলাইন-প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।