ভারতে পাত্রপাত্রী বিজ্ঞাপনেও এনআরসি ছায়া! ১৯৭১ সালের আগে থেকে ভারতে থাকলে এবং তার উপযুক্ত নথিপত্র থাকলে তবেই পাত্রীকে যোগাযোগ করতে বলে একটি বাংলা দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঘোষ ২৯ বছর/৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার হাইস্কুল শিক্ষক পাত্রের জন্য উচ্চমাধ্যমিক পাস, উচ্চতায় ৫ ফুট ১ ইঞ্চির বেশি, ১৯৭১ সালের আগে থেকে ভারতে থাকার উপযুক্ত প্রমাণ-সহ ঘোষ পাত্রী চাই। যোগাযোগ সোম থেকে শুক্র।’
বিজ্ঞাপনটি বর্তমান ভারতের এনআরসি বিরোধীতার বাজারে খুবই তাৎপর্যপূর্ণ। আর সে কারণেই এটি নজর কেড়েছে হাজার হাজার মানুষের। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বিজ্ঞাপনটি। যখন এনআরসি বিরোধীতায় গোটা ভারত উত্তাল, সেখানে এই বিজ্ঞাপনটি সংগত কারণেই ভাইরাল হয়েছে। সূত্র: জি নিউজ