যমুনা ব্যাংক লিঃ পাবনা শাখা ১০ম বছরে পদার্পণ। এ উপলক্ষ সোমবার বাদ আসর শাখায় এক দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ কামারুজ্জামান কামরুল উপস্থিত অতিথিগনকে সাথে নিয়ে কেক কাটেন। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুর রহমান শহিদ, কল্যাণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, এ আর ফ্লাওয়ার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আওকাত হোসেন, মেসার্স টেলিব্রীজ ইন্টারন্যাশনালের সত্ত্বাধীকারী আলহাজ্ব তৌহিদুল ইসলাম রঞ্জন, মেসার্স বিউটি কেবিনেট ও মেসার্স বিউটি মেডিসিন প্লাসের সত্ত্বাধীকারী আবুল হাসনাত, গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর ও মেসার্স হেরিটেজের সত্ত¡াধীকারী ফজলুর রহমান তপন, ইউনিভার্সাল গ্রপের পক্ষে তামিম ও মামুন, শাখার এসইও এবং উপ-ব্যবস্থাপক আকতার হোসেন, এসইও অরূপ কুমার সাহা, ইও আব্দুল হান্নান, ইও হাসানুজ্জামান, এফইও ফরিদুল ইসলাম , অফিসার মাহবুবুর রহমান, অফিসার তৌফিকুল ইসলাম, অফিসার সুমন আলী, ফাষ্ট অফিসার পঙ্কজ কুমার প্রামানিক, ফাষ্ট অফিসার লুৎফুল হাসান এবং সেলস্ এক্সিকিউটিভ আলপনা খাতুন প্রমুখসহ সকল কর্মকর্তা ও কর্মচারী । ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামারুজ্জামান জানান, যমুনা ব্যাংক লিমিটেড, পাবনা শাখা দীর্ঘ নয় বছর শত শত কোটি টাকা ঋণ বিতরণ ও আদায়ের মাধ্যমে প্রতি বছর মুনাফার প্রবৃদ্ধি অব্যাহত রেখে পাবনার অর্থনীতির চাকাকে যেমন সচল রাখতে অবদান রাখছে, তেমনী বর্তমান অসুস্থ্য ব্যাংকিং প্রতিযোগিতার বাজারে কোন রকম খেলাপী ঋণ ছাড়াই সুস্থ্য ও গুনগত ব্যাংকিং এর উদাহরন সৃস্টি করেছে।