সোহেল রানা সোহাগ: সিরাজগঞ্জের তাড়াশে অত্যন্ত মনোরম পরিবেশে এই প্রথম কিন্ডার গার্টেন এডুকেশন সোস্যাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসায় ৬ টি প্রতিষ্ঠানের প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এসময় পরীক্ষায় কেন্দ্র দায়িত্ব পালন করেন রেনেসা মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক কাওসার হাবীব।
সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার হাবীব বলেন, সবশ্রেণির বাচ্ছাদের মেধা তালিকা বিকাশে গড়ে তোলার লক্ষে এই আয়োজন করা হয়। এ পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের সোস্যাইটির পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে।