কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে ঐতিয্যবাহী আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা প্রদানের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে মাদ্রাসার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেছেন, শতবর্ষী প্রাচীন এ মাদ্রাসার উন্নয়ন কাজে মুক্তিযুদ্ধবিরোধী স্থানীয় একটি চক্র বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। তারা লিফলেটে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।মানবন্ধনে অংশনেয়া বক্তারা বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকের প্রচেষ্টায় মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু কর্ণার স্থাপনসহ অবৈধ দখলে থাকা মাদ্রাসার বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। তাছাড়া প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামে মাদ্রাসার চারতলা একাডেমিক বিল্ডিং নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী স্থানীয় চক্রটি আউলিয়াপাড়া গ্রামের মুখলেছুর রহমান,আব্দুল মালেক ও মো.সিদ্দিক মিয়ার পুত্র মো. শাহরিয়ার নেতৃত্বে মাদ্রাসার সকল উন্নয়ন কাজে বাধা দিয়ে যাচ্ছেন বলে বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবিএম মহিউদ্দিন আহমেদ, ছাত্র লীগ নেতা আল আমীন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, জসীম উদ্দিন কাজল, যুবলীগ নেতা বাশির উদ্দিন, মোজাম্মেল হক আলম, শফিকুল ইসলাম, শাহজাহান কবীর খোকন প্রমুখ।
মানববন্ধনে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, মাদ্রসায় অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় মানুষ অংশ গ্রহণ করেন।