‘‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’’ শ্লোগানে পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। মহান বিজয়ের মাসে শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক তানজিনা খান।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও পাবনা-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুল হক টুকু। তিনি বলেন মাদকের বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণা করতে হবে। তরুণ সমাজ সহ পরিবারের অভিভাবকবৃন্দেরও সচেতন হতে হবে।
মাদকদ্রব্যের কুফল সম্পর্কে প্রধান আলোচকের বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপÍরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল, বিশিষ্ট নাট্য নির্মাতা ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু, উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি ইমরুল কায়েস।
এছাড়াও বক্তব্য দেন স্থানীয় সরকার পাবনার উপ-পরিচালক আফরোজা আখতার, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদিন রানা, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। মিডিয়া পার্টনার এশিয়ান টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশন।