সাঁথিয়ায় মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে মাদকমুক্ত বাংলাদেশ গড়ি স্লোগানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে সাঁথিয়া অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্যদেন উৎসর্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানজিনা খান। আরো বক্তব্যদেন স্থানীয় সরকার বিভাগ পাবনার উপপরিচালক আফরোজা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার গৌমত কুমার বিশ্বাস, সাঁথিয়া উপজেলা পরিয়দের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশিষ্ট নাট্য নির্মাতা ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু এবং উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি ইমরুল কায়েস, সাঁথিয়া আ”লীগের সাংগঠরিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক আবুল কাশেম প্রমুখ। বক্তারা বলেন, দেশকে মাদক মুক্ত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রী ভর্ভিসহ প্রত্যেক সেক্টরে নিয়োগের আগে ড্রোপ টেষ্ট করে নিয়োগ দিতে হবে। মাদকাশক্তের ফলে সে নিজে ধবংস হয় , পরিবার, সমাজ ও দেশকে ধবংস করে। মাদক ও সন্ত্রাস এবং জঙ্গীবাদ থেকে দেশকে মুক্ত করতে হবে। আলোচনা শেষে মাদকবিরোধী সচেতনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।