ব্যবসা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়—নেছার আহমদ এমপি

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২২তম বার্ষিক সাধারণ সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি বলেছেন, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তাই যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে দেশের জন্য কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, ব্যবসা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়,দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়িরা কাজ করে যেতে হবে। পৌর কমিউনিটি সেন্টারে আজ ১৫ ডিসেম্বর দুপুরে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, চেম্বার পরিচালক হাসান আহমদ জাবেদ প্রমুখ। সমাপনী বক্তব্য চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, বর্তমানে আমাদের দেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে। তাই আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যদি সঠিক ভাবে কাজ করে যেতে পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব হবে। অনুষ্ঠানে এমসিসিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।