রাজশাহীতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন আন্দোলন স্থগিত

রাজশাহীতে তিন দিনের জন্য আন্দোলন স্থগিত করেছে পাটকলের শ্রমিকরা। শনিবার সকাল ১০টা থেকে তারা আবারো কাজে যোগ দিয়েছেন। দীর্ঘ দিন ধরেই অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি জানিয়ে আসছেন রাজশাহীর পাটকলের শ্রমিক-কর্মচারিরা।রাজশাহী পাটকলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে তাদের আলোচনার প্রস্তাব দেয়া হয়। এরপর রাত ৩টায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল ৭টায় শ্রমিকরা অনশন ভাঙেন। এরপর সকাল ১০টা থেকে তারা কাজে যোগ দেন। জিল্লুর রহমান জানান, রাজশাহী পাটকলে প্রায় এক হাজার কর্মচারি-শ্রমিক রয়েছে। কর্মচারিদের তিন মাসের ও শ্রমিকদের ১১ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। খুলনার শ্রমিকদেরও একই অবস্থা। রোববার ঢাকায় তাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। সেখানে আলোচনা ফলপ্রসু না হলে মঙ্গলবার থেকে আবার আন্দোলন শুরু হবে। উল্লেখ্য, ১১ দফা দাবিতে গত মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী জুটমিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচী শুরু করে শ্রমিকরা। অনশন চলাকালে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। যাদের মধ্যে সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।