“আমার সংস্কৃতি, আমার পরিচয়” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে ২ দিন ব্যাপী গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ওয়ানগালা। বৃহস্পতিবার দুপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি হলরুমে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত গারো সম্প্রদায়ের নারী পুরুষদের উপস্থিতিতে দুই দিনব্যাপী অনুষ্ঠান এর শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলা খান খসরু এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ওয়ান গালা উৎসবের আলোচনা সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসআরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম (শফিক), দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য জেমস জর্নেশ চিরান, বিশিষ্ট লেখক মনিন্দ্র রেমা, ক্ষদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরদিন্দু সরকার (স্বপন হাজং)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলোচনা সাংমা। আলোচনায় বক্তারা বলেন, ওয়ানগালা গারোদের প্রধান ধর্মীয় উৎসব। সাধারনত আমন মৌসুমের ধান্য ফসল,খরিপ শাক সবজী, কচু-আলু জাতয়ি শস্যাদি ঘড়ে তোলার পর পরই ওয়ানগালা আয়োজিত হয়ে থাকে। বলা হয়ে থাকে ’মিগং’ ফুল ফোটা শুরু হলেই ওয়ানগালা উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে যায় এবং তার কিছু দিনের মধ্যেই ওয়ানগালা উৎসব আয়োজিত হয়।
আলোচনা শেষে গারোদের কৃষ্টি কালচার তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।