সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, সেবার মন মানসিকতা নিয়ে কাজ করুন। মানবতার মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের চাহিদা মোতাবেক সকল সেবা মূলক কাজ করে চলেছেন।
তিনি আরো বলেন, এলাকার কোন মানুষ যাতে কোন সেবা থেকে বঞ্চিত না হয়, সে দিকে সকলকে খেয়াল রাখতে হব্য্য্যে। সকলকে নিজ নিজ জায়গা থেকে জনগনকে সেবা দিতে হবে। সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলা পরিষদের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ শার্শা সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালন করেন উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমান মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ভূমী কর্মকর্তা খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হোসেন আলী, আনোয়ারা বেগম, হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, আলহাজ আব্দুর রশিদ, ইলিয়াছ কবির বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মৎস কর্মকর্তা আবুল হাসান প্রমুখ।