চাটমোহরে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

পাবনার চাটমোহর উপজেলা (এলএসডি) খাদ্য গুদামে চলতি বছরের রুপা আমন ধান সংগ্রহরে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাইনী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান মুন্নাফ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল কুদ্দুস সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এবছর চাটমোহর খাদ্য গুদামে সর্বমোট ১৫৮৪ মে.টন রোপা আমন ধান কৃষি তালিকাভূক্ত লটারীর মাধ্যমে নির্বাচিত ১৫৮৪ জন কৃষক সরাসরি খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবেন। এ অভিযান আগামী বছরের ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত চলবে।