সুস্থ্য জাতি গঠনে নিরাপদ খাদ্য প্রতিপাদ্যে রাজশাহীর প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষ্যে ৪র্থ প্রাণী সম্পদ সেমিনার এবং পোল্ট্রি মেলা শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি। শনিবার ১০ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে দিনব্যাপি এ সেমিনারের উদ্বোধন করেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, আয়োজনের ফলে রাজশাহী অঞ্চলের প্রাণীসম্পদ উদ্যোক্তারা এখানে জড়ো হয়েছেন। উদ্যোক্তা ও পরামর্শ প্রতিষ্ঠানের মেলবন্ধন।
মেলায় কাজী ফার্মস, একমি ল্যাবরেটরি, ইন্টারসেপ্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সাইক গ্রæপ, রোভার রাজশাহী, হেক্সি গ্রæপ, জেসম এগ্রোভেট, ট্রেড গেøাবাল লিঃ, চিকস এন্ড ফিডসসহ ১০ টি প্রতিষ্ঠানের স্টল নিয়ে অংশ গ্রহণ করেছে। প্রাণী সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে স্টলগুলো থেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. এম শহিদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো: জাকারিয়া, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকার মহাপরিচালক ডা. আব্দুল জাব্বার সিকদার এবং বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নাথুরাম শিকদার। এবং প্রদান পৃষ্ঠপোষক ছিলেন রাজশাহী বিশ্ববিদালয়ের উপচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। এবারের অনুষ্ঠানে ৪টি ভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে সম্মাননা প্রদান করা হচ্ছে।
আয়োজনে সিলভার স্পন্সর ছিলো এসিআই, ব্যাগ স্পন্সর করেছে রেনেটা। এছাড়া সহযোগিতায় ছিলো নুরিশ, এমএসডি এনিম্যাল হেলথ, প্যারাগন গ্রæপ, কৃষি গবেষণা ফাউন্ডেশন, একমি, এলানকো, এসকে এফ, ইনসেপ্টা, আইটিসি আই আইবিআর এ টি এ এস ট্রেডিং কোম্পানি, সুগানা ফুডস, ইন্টারসেপ্ট, আর প্লাস, গ্রাম উন্নয়ন কর্ম, সাইক গ্রæপ, ন্যাশন্যাল এগ্রিকাচারাল টেকনোলোজি প্রোগ্রাম, ডক্টরস এগ্রো, আইএলটিএস, উৎসব এগ্রো, লাল্লেমান্ড, পিরটপ, আল মদিনা, নীলসাগর, ডেস্কটপ আইটি, নিউটি , চিকস এন্ড ফিডস, হেক্সি, কাজী ফার্মস, ট্রেড গেøাবাল লিমিটেড, জেসন, প্রোভিটা। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বিডি ২৪ লাইভ,বাংলা ভিশন, আমাদের সময়,রেডিও টুডে।