মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশু সহ ১২জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশু সহ ১২জন কে আটক করেছে বিজিবি’র ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল দল। সীমান্তের ২কিলোমিটার অভ্যন্তরে মহেশপুরের সোনাগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের হয়েছে।

বিজিবি জানিয়েছে আজ শনিবার সকাল ৭টার দিকে মহেশপুরের কুসুমপুর বিওপির টহল দল ১২জন কে আটক করে । এদের মধ্যে ৪জন পুরুষ, ৩জন নারী ও ৫জন শিশু রয়েছে। মহেশপুর বিজিবির ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক লেঃ কর্ণেল কামরুল হাসান জানিয়েছেন এরা ভারতের বিভিন্ন প্রদেশে বসবাস করত। কাজের সন্ধানে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানান ।