নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন এর আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত হয়েছে শুক্রবার।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক ও সূধীজনদের উপস্থিতিতে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনার মধ্য দিয়ে এক বর্নাঢ্য র্যালি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারঃ) ফারজানা খানম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, ওসি মোঃ মিজানুর রহমান, মেয়র হাজী মাওলানা আব্দুস ছালাম,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ, যুবলীগ সভাপতি আঃ হান্নান প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করে। আমরা তাঁদের শ্রদ্ধার সহিত স্মরন করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসুচী পালন করেছে।