বনমালী শিল্পকলায় নৃত্যানুষ্ঠান ছন্দের বন্যা অনুষ্ঠিত

ইতিহাস ঐতিহ্য আর প্রতœতাত্বিক নিদর্শন সমৃদ্ধ পাবনা জেলা সংস্কৃতি চর্চায় অত্যান্ত সুপরিচিত। দেশ ও বহিঃবিশ্বে পাবনা সংস্কৃতিকে তুলে ধরতে বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনা’র সার্বিক ব্যবস্থাপনায় এবং ধ্রæব কনস্ট্রাকশন লিঃ এর পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলার নিজস্ব অডিটোরিয়ামে শুক্রবার (০৬’ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ছন্দের বন্যা অনুষ্ঠিত হয়েছে।

বনমালী মঞ্চে নৃত্য শিল্পীরা মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে মুগ্ধ করেন আগত অতিথি ও দর্শক-শ্রোতাদের হৃদয় মন। এ সময় উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, টেলিভিশন ওনার’স অ্যাসোসিয়েশন (অ্যাটকো) এর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা’র অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) গৌতম কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. রাম দুলাল ভৌমিক, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজ’র সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, বনমালী শিল্পকলা কেন্দ্র’র সাধারণ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ, নির্বাহী সদস্য স্বনত কুমার সরকার, এ্যাড. আব্দুল হান্নান, আলী আহসান বক্তার, নাট্য অভিনেতা এ্যাড. আব্দুল হান্নান শেলী, সঙ্গীত শিল্পী প্রলয় চাকী, অ্যাড. সাজ্জাদ ইকবাল লিটন, অ্যাড. আব্দুল আহাদ বাবু, ব্যবসায়ী মো. জামিল হোসেন, ক্যাব’র যুগ্ম-সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস প্রমুখ।