৬ ডিসেম্বর বীরগঞ্জে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস

বীরগঞ্জে ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। লাল সবুজের পতাকা নিয়ে বিজয় উল্লাশ করে সাধারন মানুষ।
ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর প্রচন্ড সারাসী আক্রমনে পাকিস্তানী হানাদার বাহিনী ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভাতগাঁও ব্রীজে আশ্রয় নিয়ে ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর টংকের গুলি ছুরে প্রতিহত করার আপ্রান চেষ্টা চালায়। ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর উপজেলার

২৫ মাইল বজার ও খানসামা উপজেলার আত্রাই নদী এবং একই সময়ে খানসামা উপজেলার পাকেরহাট এলাকা থেকে ভাতগাঁও ব্রীজে ট্যাংকের গুলি বর্ষন করলে পাক-হানাদার বাহিনী পিছুহটে পালিয়ে সৈদপুরে আশ্রয় নেয়।

বীরগঞ্জে ৬ ডিসেম্বর রাতে হাজার হাজার মানুষ ঘর থেকে বেড়িয়ে রাস্তায় আসে ও বিজয় মিছিলে যোগদান করে এবং লাল সবুজের পতাকা নিয়ে বিজয় উল্লাশে মেতে উঠে সাধারন মানুষ।