আগামী ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মৌলভীবাজার এর সহযোগিতায় ৩য় বারের মত উদযাপিত হতে যাচ্ছে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯”। দিবসটি উপলক্ষে সারাদেশর সকল বিশ্ববিদ্যালয়, বিভাগ, জেলা ও উপজেলার মত মৌলভীবাজার জেলা প্রশাসন ব্যাপক প্রস্তটি গ্রহণ করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে”। উক্ত দিবসে মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জন প্রতিনিধি, জেলার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, আইটি সেক্টরে বিশেষ অবদানের জন্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকবেন। দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, সেমিনার, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মৌলভীবাজার ওয়েবসাইট িি.িফড়রপঃ.সড়ঁষারনধুধৎ.মড়া.নফ অথবা ফেইসবুক পেইজ িি.িভন.পড়স/ফড়রপঃসড়ঁষারনধুধৎ এর মাধ্যমে অংশ গ্রহণ করা যাবে। শ্রেষ্ঠ ৩ প্রতিযোগীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।