রাজশাহীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বেসরকারী অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম। মঙ্গলবার সকালে কোর্ট চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রাজশাহী জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর বার্ষিক ১০৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়ে এমপিও ভুক্তির দাবি সংক্রান্ত একটি স্মারক লিপি জমাদেন শিক্ষকগণ। মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশে উচ্চ শিক্ষার বিস্তারে এবং সরকারের জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে বেসরকারী কলেজ শিক্ষায় পাঠদান করে আসছি। কিন্তু বর্তমান বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভূক্তির কোন নির্দেশনা না থাকায় আমরা এমপিও ভুক্ত হতে পারছিনা। ফলে প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষককে আর্থ সামাজিকভাবে মানবেতর জীবন যাবপন করতে হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একাধিকবার নির্দেশনা আসলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এমতাবস্থায় ১০৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়ে বেসরকারী অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে বেসরকারী অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের উপদেস্টা সোহরাব হোসাইন, রাজশাহী জেলা সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি বিকাশ কুমার মন্ডল, আফজাল হোসেনসহ জেলার সদস্যবৃন্দ।