সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্প্রাসারিত বিট পুলিশিং সভা সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। প্রথম সভা শুরু করেছেন মধ্যনগর থানার তদন্ত অফিসার সওকত এর উদ্যোগে, তথ্যসেবা কার্যক্রম গ্রহনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধ্যনগর থানার তদন্ত অফিসার সওকত, এস আই সাইফুল ইসলাম,গলহা উচ্চ বিদ্যালয় সভাপতি ও মধ্যনগর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম,এ,মান্নান,সাবেক সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটি আওয়ামী মধ্যনগর থানা শাখা শেখ মোঃ আলী হোসেন, প্রস্তুতি কমিটির সদস্য শান্তা চৌধুরী,শামীম আহমেদ,প্যানেল চেয়ারম্যান আর্শাদ তালুকদার,ইউ পি সদস্য সাকাওয়াত হোসেন,ইউ পি সদস্য চঞ্চল সরকার,তথ্য সেবা উদ্যোগতা আঃ কুদ্দুছ তালুকদার প্রমুখ,সভায় বক্তারা বলেন সমাজের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা,অথচ সমাজ সেবিরা মাদক সেবন ও ব্যবসা অনায়াসে করে যাচ্ছে, শুধু পুলিশের অভিযানে মাদক দমন করতে পারবেনা এলাকার সচেতন মহলের মাদক বিরোধী প্রতিবাদ গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে দমন করতে হবে। সেই সাথে পুলিশের সাথে যোগাযোগ রেখে তথ্য প্রদান করে আইনের আওতায় আনতে হবে।