স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে এক ব্যক্তি আদালতের রায়কে উপেক্ষা করে ৪ শতক জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি মহল্লার সুনিল কুমার প্রামানিক সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি ওই সম্পত্তি বেদখল করতে একই এলাকার মোস্তাফিজার রহমান মোস্তা ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
সংবাদ সম্মেলনে সুনিল কুমার প্রামানিক বলেন, সারিয়াকান্দি বাজারে অবস্থিত পৈত্রিকসূত্রে পাওয়া তার নিজ নামীয় আর.এস রেকর্ডীয়, খারিজকৃত এবং নিয়মিত খাজনা পরিশোধকৃত সম্মত্তি, যার সাবেক দাগ নং- ৯৭, হাল দাগ- ১৭৭, আর. এস. খতিয়ান নং- ১৬৭, মোট ৭১ শতক জমি তারা বংশানুক্রমে ভোগ-দখল করছেন। বিগত ২০০২ সালে ভারতের বাসিন্দা পলান কুমার প্রামানিককে দাতা দেখিয়ে একই এলাকার মোস্তাফিজার রহমান মোস্তা ৪ শতক জমির দলিল সৃষ্টি করে এবং সেই জমি দখলের চেষ্টা চালায়। এবিষয়ে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত তার জবানবন্দি রেকর্ড করে মোকদ্দমার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিগত ১৮/০৫/২০০৫ ইং তারিখে উক্ত ১৩০০ নং দলিলটি (মোস্তার কাছে থাকা দলিল) অবৈধ, বে-আইনী, ভূয়া, জাল, যোগসাজসী মর্মে বাতিল ঘোষণা করে। সুনীল প্রমাণিক আরো বলেন, বিবাদী উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে আজ পর্যন্তও কোন আপীল দায়ের করে নি। কিন্তু রায় ও আদেশ সম্পর্কে অবগত থাকার পরেও সুদীর্ঘ ১৪ বছর পরে বিগত ২১/০৫/২০১৯ ইং তারিখ মিথ্যা বর্ণনায় একই আদালতে ৭৩/১৯ নং ছানী মোকদ্দমা দায়ের করে। তথাপিও অদ্যবধি বিজ্ঞ আদালত পূর্বের রায় বহাল রেখেছেন। কিন্তু গত ২৪ আগষ্ট ওই জায়গা দখলের উদ্দেশ্যে মোস্তাসহ তার বাহিনী সেই জায়গায় ইট মজুদ করে অবৈধ দখলের উদ্দেশ্যে। তিনি বিষয়টি থানায় অবহিত করার পর জিডিও করেন। সেই জিডিমূলে গত ২৮ নভেম্বর পুলিশ স্থানীয় লোকজনদের উপস্থিতিতে ওই ইটগুলো জব্দ করে থানায় নেয়। একারণে ক্ষিপ্ত হয়ে মোস্তা ও তার লোকজন সুনিলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেই সাথে অকথ্য ভাষায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেও গালিগালাজ করে অভিযুক্ত মোস্তা। তিনি সেই ভাঙচুরকৃত বাড়ি মেরামতসহ ওই জায়গা নিজেদের দখলে রাখতে কাজ করতে গেলে তারা বিষয়টিকে ভিন্নখাতে নিতে পুলিশ পাহারায় বিরোধ পূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন এবং নানা ভাবে তাকেসহ তার পরিবারকে ভয়ভীতি প্রদান করছে। গত ২৯ নভেম্বর সারিয়াকান্দি প্রেসক্লাবে “সারিয়াকান্দিতে পুলিশের সহায়তায় বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ” শিরোনামে করা সংবাদ সম্মেলনের পর বগুড়ার স্থানীয় বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে যেখানে মোস্তাফিজার রহমান মোস্তা যে কথাগুলি বলেছে তা সকল কিছু মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে পাল্টা সংবাদ সম্মেলনে সুনীল প্রমানিক জানিয়েছেন। সেই সাথে প্রশাসনের কাছে তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তা দাবি করেছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সদরের সাধারণ সম্পাদক আশীষ রায়, সারিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সা: সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, যুগ্ম সা: সম্পাদক নিরঞ্জন কুমার সরকার, আইন বিষয়ক সম্পাদক শুভ প্রাং প্রমুখ।