নাটোরে আমন-২০১৯ শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

নাটোরের বড় হরিশপুর ইউনিয়নের বড়ভিটা গ্রামে আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট এর তত্বাবধানে শস্য কর্তন-২০১৯ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮নভেম্বর) বিকেলে রাজাপুর বøকের বড়ভিটা ভেদরাবিলে তিতুল তলায় কৃষক সোহরাবের জমিতে ৪প্রকার জাতের ধান কেটে কোন ধরনের জাতটি এই এলাকার জন্য উপযোগী তা শস্য কর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এসময় উপস্থিত কৃষকের সামনে সোহরাব হোসেনের জমি থেকে ব্রী ধান -৫২, ব্রী ধান-৭৬, ব্রী ধান-৮০ ও স্বর্ণা ধান (৪*৫) ২০ মিটার করে কেটে মাড়াই করা হয় এবং ফসল কর্তনের মাধ্যমে এই এলাকায় জাতগুলোর মধ্য থেকে ব্রী ধান-৮০ ভালো ফলন পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট এর মোঃ আশরাফুল হাবিব, আভা ডেভেলপমেন্ট সোসাইটির মোঃ মেসবাহুল হক, নাটোর সদর উপসহকারি কৃষি অফিসার, বড় হরিশপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনছার আলীসহ ওই এলাকার ২৫জন কৃষক।