বীরগঞ্জে টেকসই উন্নয়নের জন্য ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ ও উদ্যোক্তা অন্বেষণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে গত রবিবার টেকসই উন্নয়নের জন্য ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ ও উদ্যোক্তা অন্বেষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় ঠাকুরগাঁও এবং রেশম সম্প্রসারণ কেন্দ্র বীরগঞ্জের আয়োজনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর অর্থায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী সদস্য (সম্প্রসারণ প্রেষণা) উপসচিব এমএ মান্নান।

আঞ্চলিক রেশম সম্প্রসারণ রংপুর উপ-পরিচালক মাহাবুব-উল-হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রফেসর ড. মোঃ আবুল কালাম, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী’র উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আখতারুল ইসলাম।

ঠাকুরগাঁও জোনের জোনাল রেশম সম্প্রসারণ সহকারী পরিচালক মোঃ আকবর হোসেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, বীরগঞ্জ রেশম সম্প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ কামরুল আহসান নয়ন, রেশম চাষী মোঃ শহীদুল ইসলাম ও তসের আলী।