বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন

সিয়াম সাহারিয়া,পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে বনের জায়গা অপতুল্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন দেশে ২৫ ভাগ বন করতে হবে। সেই লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে। বর্তমান অবস্থানে যেটা আছে, সেটা ২৫ ভাগে নিতে হলে আমাদের বনভূমির জায়গাটাকে প্রথমে উদ্ধার করতে হবে। যারা বনের জায়গা দখল করে রেখেছে, সেই জায়গা পূর্ণদখল করে আবার গাছ লাগাতে হবে। বন দখরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেন ভবিষ্যতে আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পায়। তাই দেশের স্বার্থে, জাতীর স্বার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আওয়ামীলীগের নেতাকর্মীদের বন বিভাগকে সহযোগীতা করার আহবান জানান তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধুর শততম জম্মবার্ষীকিতে সারা দেশে ১ কোটি গাছ রোপন করা হবে। এজন্য শুধু গাছ লাগালে চলবে না, পরিবেশ রক্ষায় যা যা করা দরকার সবই করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় নওগাঁর পতœীতলায় বন বিভাগের পাইকবান্ধা রেঞ্জ অফিস পরির্দশন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুজ্জামান সরকার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, নজিপুর পৌর মেয়র রেজাউল করিব চৌধুরী, পাইকবান্ধা রেঞ্জের বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ প্রমূখ।