মৌলভীবাজার সদর উপজেলার মুটুকপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃবিভাগীয় ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে মডেল থানার পুলিশ। মুটুকপুর হাওর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই ডাকাত সদস্য হান্নান মিয়া (৪৫) কে আটক করতে সক্ষম হয়। সে সদর উপজেলার আথানগিরী গ্রামের সবলা মিয়ার পুত্র। এসময় তার সাথে থাকা ১৫ থেকে ২০ জনের ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া গ্রীল কাটার মেশিন, ধারালো দা ও ছুরি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে- মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, এসআই গিয়াস উদ্দিন খান, এসআই আব্দুলাহ আল নোমান, এসআই নাফিজ সাদিকসহ পুলিশের একটি চৌকস দল আমতৈল এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫/২০জনের ডাকাত দল ধাওয়া দিলে ডাকাতরা দিকবিদিক পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহযোগীতায় হান্নান মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত হান্নান মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ১৫, তারিখঃ ২০/১১/১৯ইং) দায়ের করা হয়েছে। এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন- গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।